• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

রাজশাহীতে সরকারি মাধ্যমিক শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name / ১৩১ Time View
Update : শনিবার, ১২ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার : হঠাৎ গণ বদলী করে নতুন কর্মস্থল সীমানা ছাড়িয়ে দুরদুরান্তে দেওয়ায় রাজশাহীর সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের মধ্যে চরম অসন্তোস বিরাজ করছে। চাকরির প্রায় শেষ সময়ে এসে রাজশাহী থেকে কক্সবাজার, বান্দরবান, হাতিয়াসহ দুরের জেলায় শিক্ষকদের বদলী করায় রাজশাহীর সরকারি স্কুলগুলোর শিক্ষার্থীদের মধ্যে প্রভাব পড়েছে।

এ নিয়ে ইতিমধ্যে আন্দোলনে নেমেছে রাজশাহীর বিভিন্ন সরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা। এরইমধ্যে বদলী আদেশ পেয়ে একজন শিক্ষিকরা চাকরিও ছেড়েছেন বলে জানা গেছে।

শনিবার রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচিরও পালন করা হয়েছে। শিক্ষকদের বদলির প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। বেলা সাড়ে ১১টার দিকে তারা রাজশাহী নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে এ কর্মসূচি পালন করেন। এসময় শিক্ষার্থীরা বদলিকৃত শিক্ষকদের স্ব স্ব কর্মস্থলেই রাখার দাবি জানান।

জানা গেছে, গত ৮ মার্চ মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) আদেশে রাজশাহী সরকারি উচ্চ বিদ্যালয়, পিএন বালিকা উচ্চ বিদ্যালয়, ল্যবরেটরি হাইস্কুল, কলেজজিয়েট স্কুল, শিরইল সরকারি উচ্চ বিদ্যালয় ও হাজী মোহাম্মদ মহসিন হাইস্কুলের শিক্ষকদের বান্দরবান, কক্সবাজার ছাড়াও দুর্গম এলাকায় বদলী করা হয়েছে। এসব শিক্ষককে বিভিন্ন জেলায় বদলির আদেশ বাতিলের দাবিতে সরকারি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের সামনের রাস্তায় সাবেক এবং বর্তমান ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে। তারা দাবি করেন, শিক্ষকদের বদলির বিষয়টি দক্ষতা ও মানবিক দিক বিবেচনা করে বদলির আদেশ বাতিল করে শিক্ষকদের স্ব স্ব স্কুলে বহাল রাখতে হবে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বদলীকরা অধিকাংশ শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ রযেছে। গোয়েন্দা প্রতিবেদনেও তাদের বিরুদ্ধে বিস্তর অভিযোগ উঠে এসেছে। অনেকেই ক্লাস না করে বাড়িতে প্রাইভেট বাণিজ্যে লিপ্ত থাকেন বলেও অভিযোগ রয়েছে। তবে দুর-দুরান্তের জেলায় বদলী শিক্ষকরা মানতে পারছেন না।
খোঁজ নিয়ে জানা গেছে গত ৮ মার্চ রাজশাহী অঞ্চলের বিভিন্ন জেলার ২৬১ জনকে একযোগ করে হাতিয়া, সন্দীপ, কক্সবাজার, বান্দরবান এলাকায় বদলী করা হয়েছে। এরমধ্যে রাজশাহীর সরকারি পিএন উচ্চ বালিকা বিদ্যালয়ের সাতজন, শিরইল স্কুলের ৪ জন, হাজী মোহাম্মদ মহসিন হাইস্কুলের ৬ জন, রাজশাহী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একজন, কলেজিয়েট স্কুলের ৬ জন ও রাজশাহী ল্যাবরেটরী স্কুলের ৫ জনকে বদলী করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে এসব শিক্ষকরা বলেন, চাকরির প্রায় শেষ সময়ে এসে এমন বদলী শিক্ষকদের জন্য চরম অপমান। এরমধ্যে কয়েকজন শিক্ষক চাকরির ইস্তফা দিয়েছেন বলে জানা গেছে।

শিক্ষকরা বলেন, গণবদলী একটি নিয়মিত সিস্টেম। এটি হতে পারে। তাইবলে রাজশাহীর শিক্ষকদের বান্দরবান, ফেনী, সন্দীপ হাতিয়ায় যুক্ত করা অমানবিক। তারা মাউশির এ সিদ্ধান্ত দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

আরবিসি/১২ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category