রাবি প্রতিনিধি: হলে মশার উপদ্রব কমাতে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ জিয়াউর রহমান হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন। সোমবার (০৭ মার্চ) দিনব্যাপী হলের পিছনের দেওয়াল ঘেষে থাকা জঙ্গল পরিষ্কার কর্মসূচিসহ মশা নিধনে বিভিন্ন অভিযান চালান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, হলের আবাসিক শিক্ষার্থীরা মশার উপদ্রবের বিষয়টি আমাকে জানানোর প্রেক্ষিতে আমি এই অভিযান চালিয়েছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় মশার উপদ্রব কমাতে কীটনাশক স্প্রেসহ পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।
প্রাধ্যক্ষ বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিটি হলে এবং মশার লার্ভার জন্ম হয় এমন স্থানগুলোতে প্রায়ই কীটনাশক স্প্রেসহ পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে।
আরবিসি/১১ মার্চ/ রোজি