• মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০৪:২০ অপরাহ্ন

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়ালো ৬০ লাখ ৫১ হাজার

Reporter Name / ১১১ Time View
Update : শুক্রবার, ১১ মার্চ, ২০২২

আরবিসি ডেস্ক : গত ২৪ ঘণ্টায় আরও ১৭ লাখ ৯০ হাজার ৫৮৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। একই সময় মৃত্যুবরণ করেছেন ৬ হাজার ৬২১ জন।

এর আগে ১০ মার্চ ১৬ লাখ ৯৬ হাজার ৮৪২ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। একই সময় মৃত্যুবরণ করেছিলেন ৬ হাজার ৭০৮ জন।

শুক্রবার (১১ মার্চ) সকাল ৮টা পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৪৫ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার ২৫১ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৮ কোটি ৭৫ লাখ ৯৩ হাজার ৪৯ জন। আর মৃত্যুবরণ করেছেন ৬০ লাখ ৫১ হাজার ৭৯ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ১১ লাখ ৮ হাজার ৭৮৬ জন। এছাড়া মোট ৯ লাখ ৯১ হাজার ২৬০ জনের মৃত্যু হয়েছে।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৭২৩ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৫ হাজার ৭৪৫ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯২ লাখ ৪৯ হাজার ৯০৩ জন এবং মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ১৪৭ জনের।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৭টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ ভাইরাস।

আরবিসি/১১ মার্চ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category