আরবিসি ডেস্ক : ফেসবুক ও ইউটিউবের ভাইরাল তারকা আশরাফুল আলম ওরফে হিরো আলমের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আকাশ নিবির নামে এক সাংবাদিক। শুক্রবার রাত ১০টায় উপ-পরিদর্শক এনামুল হকের বরাত দিয়ে জিডিটি করা হয়।
কিন্তু কেন হঠাৎ এক সাংবাদিক কেন আইনি পদক্ষেপ নিলেন হিরো আলমের বিরুদ্ধে? দুজনের মধ্যে কিসের শত্রুতা?
সাংবাদিক আকাশ নিবির তার অভিযোগে লিখেছেন, হিরো আলম এবং তিনি পূর্ব পরিচিত। ডিপজলের বাড়িতে শুটিং চলাকালীন তার কাছ থেকে সাত দিনের জন্য ৫০ হাজার টাকা ধার নেন হিরো আলম। কিন্তু চার মাসে হয়ে গেলেও তিনি ধারের টাকা ফেরত পাচ্ছেন না।
ওই সাংবাদিকের আরও অভিযোগ, ধারের টাকা চাইতে গেলে উল্টো তাকে ফোনে অকথ্য ভাষায় গালমন্দ ও বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন হিরো আলম।
তবে নিজের বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ বেমালুম অস্বীকার করেছেন নানা কারণে সারা বছর আলোচনায় ও বিতর্কে থাকা হিরো আলম। তার দাবি, ‘এই জিডি মিথ্যা। আকাশ নিবির ভাইরাল হওয়ার জন্য থানায় আমার নামে হয়রানিমূলক অভিযোগ দিয়েছে।’
আরবিসি/০৫ মার্চ/ রোজি