স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় পলিথিনে মোড়ানো এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যার আগে উপজেলার নরদাশ ইউনিয়নের মাদিলা গ্রামের আবুল কালামের বীজতলা থেকে স্থানীয় কয়েকজন শ্রমিক ধানের চারা তুলছিলেন। এ সময় এক শ্রমিক পায়ের নিচে পলিথিনে মোড়ানো একটি পিচ্ছিল কিছু অনুভব করেন। পরে তাঁরা পলিথিনে মোড়ানো নবজাতকের লাশটি দেখতে পান। শ্রমিকরা সেখান থেকে লাশটি তুলে শুকনো স্থানে রেখে পুলিশে খবর দেন।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠায় ।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ জানান, লাশটি ছেলে নবজাতকের ছিল। ডিএনএর নমুনা সংগ্রহ ও ময়নাতদন্ত শেষে লাশটি দাফনের জন্য রাজশাহী কোয়ান্টাম ফাউন্ডেশনের কাছে হস্তান্তর করা হবে। কীভাবে, কে বীজতলায় এটি রেখে গেছে তা তদন্তের মাধ্যমে জানা যাবে।
আরবিসি/০৫ মার্চ/ রোজি