স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় মহানগরীর ১নং ওয়ার্ডে অলি-গলি, পাড়া-মহল্লায় নতুন সিসি সড়ক, কালভার্ট, টার্শিয়ারি ও সেকেন্ডারী ড্রেন নির্মাণসহ সহ নানা উন্নয়ন কাজ চলমান রয়েছে। শুক্রবার বিকেল ৪টা থেকে ৬টা পর্যন্ত ১নং ওয়ার্ডের কাশিয়াডাঙ্গা, কাঠালবাড়িয়া, আদুবুড়ি, রায়পাড়া, গুড়িপাড়া সহ বিভিন্ন এলাকার চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।
রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় নগরীর ১নং ওয়ার্ডে প্রায় ২৬ কোটি টাকা ব্যয়ে প্রায় ৩১৩ টি স্কীমের আওতায় ১৬কিলোমিটার কার্পেটিং রাস্তা, নতুন সিসি রাস্তা, সিসি সড়ক পুনঃ নির্মাণ এবং আরসিসি ড্রেন, গোলজারবাগ ঈদগাহ, নুরু ঢালান পুকুরে রিটেনিং ওয়াল ও সৌন্দর্য্য বর্ধনের নির্মাণ কাজ চলমান রয়েছে।
পরিদর্শনকালে রাসিকের প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, প্যানেল মেয়র-২ তাহেরা খাতুন মিলি, রাসিকের প্রকল্প পরিচালক মোঃ নুর ইসলাম তুষার, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আজিজুল আলম বেন্টু, ১ং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ, মহানগর যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সাকিব হাবিব, সহ-সভাপতি নূর কুতুবুল আলম, সাবেক ছাত্রনেতা আবু রায়হান মাসুদ, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম ফটিক, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স হাসান এন্টারপ্রাইজের প্রোপ্রাইটার মোঃ মেহেদী হাসান, সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সৈয়দ সাঈদ আহমেদ সানি, উপ-সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম হিমেল, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ শিশির, উপ-সহকারী প্রকৌশলী শাবাব আহমেদ, উপ-সহকারী প্রকৌশলী পারভেজ মোশাররফ প্রমুখ উপস্থিত ছিলেন।
আরবিসি/০৪ মার্চ/ রোজি