আরবিসি ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খুন করার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সিনিয়র সিনেটর লিন্ডসে গ্রাহাম।
বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ আহ্বান জানান।
ইউক্রেনে মস্কোর আগ্রাসনের কারণে পুতিনকে হত্যা করার জন্য ‘রাশিয়ার কাউকে’ আহ্বান জানান তিনি।
তিনি বলেন, ‘এটা কিভাবে শেষ হবে? রাশিয়ার কাউকে না কাউকে এই লোকটিকে হত্যা করতে হবে।
পরে একাধিক টুইট বার্তায় একই ধরনের আহ্বানের পুনরাবৃত্তি করেছেন লিন্ডসে গ্রাহাম। একটি টুইট বার্তায় তিনি বলেন, একমাত্র যে লোকেরা এই কাজটি করতে পারে, তারা হলো রাশিয়ার জনগণ।
আরেক টুইট বার্তায় তিনি রোমান শাসক জুলিয়াস সিজার হত্যার অন্যতম হোতা বন্ধু মার্কাস ব্রুটাসের প্রসঙ্গ টেনে বলেন, রাশিয়ায় কি কোনো ব্রুটাস আছে?
এই সিনিয়র সিনেটর কখনও কখনও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট এবং তার সামরিক কমান্ডারদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ এনে একটি প্রস্তাব উত্থাপন করেছিলেন।
ইউক্রেন বলছে, গত সপ্তাহে পুতিন আগ্রাসন শুরু করার পর থেকে এ পর্যন্ত অন্তত ৩৫০ বেসামরিক নাগরিক নিহত হয়েছে এবং ১০ লাখেরও বেশি মানুষ দেশ ছেড়ে পালিয়েছে।
মস্কোর দাবি, তারা বেসামরিক এলাকায় কোনো হামলা চালাচ্ছে না।
আরবিসি/০৪ মার্চ/ রোজি