• মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন

রাজশাহীতে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালন

Reporter Name / ৭৩ Time View
Update : বুধবার, ২ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার : ‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এই স্লোগানে রাজশাহীতে পালিত হয়েছে জাতীয় ভোটার দিবস। দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার জি এস এম জাফরউল্লাহ্ (এনডিসি) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

বিভাগীয় কমিশনার বলেন, একটা সময় ছিল যখন প্রাপ্ত বয়স্ক হওয়ার পরও মানুষের মধ্যে ভোটার হওয়ার জন্য উৎসাহ-উদ্দীপনা কম ছিল, এখন পরিস্থিতি তেমনটা নেই। এখন মানুষের মধ্যে উৎসাহ বেড়েছে। কারণ জাতিকে জাগিয়ে তোলার জন্য যে সঠিক নেতৃত্ব দরকার, সেই নেতৃত্ব এখন আমরা পেয়েছি।
জাতীয় পরিচয়পত্রের ওপর গুরুত্বারোপ করে জি এস এম জাফরউল্লাহ্ বলেন, জাতীয় পরিচয়পত্র সবকিছুর পরিচয় বহন করে। এটা অনেক সময় অনাকাঙ্খিত পরিস্থিতির শিকার হওয়া থেকে বাঁচতে সাহায্য করে। মৃতব্যক্তি, হারানো ব্যক্তি, যারা কথা বলতে পারে না, এমনকি নিজের পরিচয়টুকু অন্যকে দিতে অক্ষম তাঁদের জন্য এই জাতীয় পরিচয়পত্র একটা রক্ষাকবচ। এখন সবার এটা অধিকার হয়ে গেছে।

তিনি বলেন, সঠিক ভোটার তালিকা করা নির্বাচন কমিশনের একটি দায়িত্ব। সকলে সচেতন হয়ে নির্বাচন কমিশনকে সহযোগিতা করলে তারা সেটা করতে পারবে। এজন্য তিনি সঠিক ভোটার তালিকা তৈরিতে সকল অভিভাবককে তাদের আঠারো বছর বয়সী ছেলে-মেয়েদেরকে আগ্রহী করে তোলার আহ্বান জানান।

রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরএমপি কমিশনার আবু কালাম সিদ্দিক, অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র এবং সিনিয়র নির্বাচন অফিসার সাইফুল ইসলাম বক্তৃতা করেন। এর আগে বিভাগীয় কমিশনার বেলুন ও পায়রা উড়িয়ে ভোটার দিবসের শুভ সূচনা করেন এবং কয়েকজন নতুন ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেন।

আরবিসি/০২ মার্চ/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category