আরবিসি ডেস্ক : ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার ভোরে এই হামলা শুরু হয়। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
গত দুই দিনের এই যুদ্ধে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে রুশ সেনারা। দুই দিনেই তারা ইউক্রেনের রাজধানী শহর কিয়েছে পৌঁছে গেছে। সেখানে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে চলছে তুমুল লড়াই। একের পর বিস্ফোরণে প্রকম্পিত গোটা রাজধানী। শনিবার ভোরে এই লড়াই আরও তীব্র হয়।
একজন প্রত্যক্ষদর্শীদের ভিডিওতে দেখা গেছে, কিয়েভে উত্তর-পশ্চিম এলাকায় বিস্ফোরণ ঘটেছে। সেখানে ইউক্রেনীয় সেনাদের ঘাঁটি রয়েছে।
এছাড়াও কিয়েভের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। সেখানকার আকাশে বিস্ফোরণের কালো ধোঁয়া দেখা গেছে।
এর কিছুক্ষণ আগে ইউক্রেন দাবি করেছে, কিয়েভে শহরে ব্যাপাক প্রতিরোধ গড়ে তুলেছে সেনারা। শত্রুরা ট্রইয়েসচিনার নিকটবর্তী সিএইচপি-৬ এ আক্রমণের চেষ্টা করছে। সেখানে তুমুল লড়াই চলছে রুশ সেনাদের সঙ্গে। সূত্র: সিএনএন
আরবিসি/২৬ ফেব্রুয়ারি/ রোজি