স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শ্রেষ্ঠ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে বিভিন ক্যাটাগরিতে তাদের সম্মাননা দেওয়া হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয় ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয় ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগিয় কমিশনার (এনডিসি) জিএসএম জাফরউল্ল্হ। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রাণালয়ের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার , মহিলা বিষয়ক অধিদফতরের মহাপরিচালক ফরিদা পারভিন, রাজশাহী উপ-মহাপুলিশ পরিদর্শক আব্দুল বাতেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবুল কালাম সিদ্দিক, জেলা প্রশাসক আব্দুল জলিল ও রাজশাহী নারীনেত্রী শাহীন আকতার রেনী।
অনুষ্ঠানে অর্থনৈতিক সাফল্য অর্জন, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন উদ্যোমে জীবন শুরু করা, সফল জননী নারী এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন এমন পাঁচটি ক্যাটাগরির ৪০ জন নারী জয়িতাকে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
আরবিসি/২০ ফেব্রুয়ারি/ রোজি