• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১২:৫২ অপরাহ্ন

ফেসবুকে মানহানিকর পোস্ট দেওয়ায় এক ব্যক্তির পাঁচ বছরের সশ্রম কারাদন্ড

Reporter Name / ৯৮ Time View
Update : রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার: সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) এক নারীর সম্পর্কে মিথ্যা ও মানহানিকর পোস্ট দেওয়ায় আলাদা দুটি ধারায় তৌফিক সিদ্দিক তরফদার ওরফে তড়িৎ তরফদার (৫২) নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রোববার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেছেন।

দন্ডপ্রাপ্ত তৌফিক সিদ্দিক তরফদারের বাড়ি নওগাঁ সদর উপজেলার চকদেব ডাক্তারপাড়া গ্রামে। বাবার নাম মৃত আবদুর রহমান তরফদার। একই গ্রামের এক নারী (৫৫) ২০১৯ সালের ৭ আগস্ট তৌফিক সিদ্দিকের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছিলেন।
রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, ফেসবুকে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রকাশের অভিযোগে তৌফিক সিদ্দিকের বিরুদ্ধে ওই মামলা হয়েছিল। মামলার বিচার চলাকালে আদালত পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। এতে অভিযোগ প্রমাণিত হয়।

এ কারণে একটি ধারায় আদালত আসামিকে তিন বছরের সশ্রম কারাদন্ড এবং তিন লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ আনাদায়ে আরও ছয়মাস বিনাশ্রম কারাদন্ড। অন্য আরেকটি ধারায় আদালত আসামিকে দুই বছরের সশ্রম কারাদন্ড এবং দুই লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার এ অর্থ অনাদায়ে আরও তিন মাস কারাদন্ড ভোগ করতে হবে আসামিকে।

ইসমত আরা আরও জানান, আদালত বলেছেন একটি সাজা কার্যকর হলে অন্যটি কার্যকর হবে। আর ভুক্তভোগী পাবেন জরিমানার অর্থ। এ রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। পরে তাঁকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

আরবিসি/২০ ফেব্রুয়ারি/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category