• সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ১০:৪৬ অপরাহ্ন

এমপি এনামুলের আমন্ত্রণে তাহেরপুরের গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন ভারতীয় প্রতিনিধিদল

Reporter Name / ২২২ Time View
Update : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার :  রাজশাহীতে অনুষষ্ঠিতব্য ৫ম বাংলাদেশ-ভারত সাংস্কৃতিক মিলনমেলায় আগত ভারতীয় প্রতিনিধি দল বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শণ করবেন। এরই অংশ হিসেবে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরের ঐতিহ্যবাহী গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন ভারতীয় প্রতিনিধিদল। স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী এনামুল হকের আমন্ত্রণে ভারতীয় প্রতিনিধি দলটি ভারত উপমহাদেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের প্রথম শারদীয় দূর্গোৎসবের কেন্দ্রস্থল তাহের পুর পরিদর্শণ করবেন।
প্রায় সাড়ে পাঁচ শত বছর আগে রাজা কংস নারায়ণ রায় বাহাদুর তাহেরপুর রাজবাড়ীতে শ্রী শ্রী দুর্গা মাতা মন্দির থেকে শারদীয় দুর্গা পূজা শুরু করেন। দূর্গা পূজা এবং রাজার সেই ইতিহাসকে স্মরণীয় করে রাখতে বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক ব্যক্তিগত উদ্যোগে রাজার সেই মন্দিরে স্থাপন করেছেন অষ্টধাতু দিয়ে ব্রোঞ্জ এর তৈরি প্রতীমা।
আগামী ২৫-২৮ ফেব্রুয়ারি রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে “বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২”। মিলনমেলায় আগত ভারতীয় অতিথিগণ ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি’র আমন্ত্রণে আগামী ২৮ ফেব্রুয়ারি সকালে তাহেরপুরের সেই গোবিন্দ মন্দির এবং ভারতীয় উপমহাদেশের প্রথম শারদীয়  দুর্গামন্দির স্থল পরিদর্শন করবেন।
ভারতীয় প্রতিনিধিদলের মন্দির পরিদর্শন উপলক্ষে ধুয়েমুছে পরিস্কার করা হচ্ছে মন্দিরটি। প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হবে রাজা কংস নারায়ণ রায় বাহাদুরের ইতিহাস।
আরবিসি/১৯ ফেব্রুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category