স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।
তিনি জানান, নগর ভবন হতে কাদিরগঞ্জ গ্রেটার রোড হয়ে বর্ণালী মোড় হয়ে রাজিব চত্বর হয়ে ঘোষপাড়া মোড় হয়ে বাইপাস হয়ে কোর্ট স্টেশন চত্তর হয়ে ভেড়িপাড়া মোড় হয়ে নির্বাচন অফিস মোড় হয়ে সিএন্ডবি মোড় হয়ে লক্ষীপুর মোড় হয়ে জিপিও হয়ে নগর ভবন পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাস্তা, ফুটপাত ও ড্রেনের উপর অবৈধভাবে ফেলে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয় এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও দোকানের ট্রেড লাইসেন্স পরিদর্শন করা হয়। এ সময় ৩টি মামলা দায়ের করে ৫ হাজার ৫শ টাকা অর্থদন্ড আদায় করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাজশাহী সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আরবিসি/১৭ ফেব্রুয়ারি/ রোজি