স্টাফ রিপোর্টার : ভালোবাসা দিবস উপলক্ষে এনআরডি টিভির ইউটিউব প্লাটফর্ম নিয়ে এলো বিশেষ নাটক ‘ডোন্ট টাচ মি’। নাটকটি এখন ইউটিউব প্লাটফর্ম মাতাচ্ছে। এই নাটকের মাধ্যমেই অভিনয় জগতে নতুন পা রাখলেন রাজশাহীর সন্তান সরদার জুয়েল। ইতোমধ্যেই তার অভিনীত নাটক রাজশাহীতে বেশ প্রশংসা পেয়েছ।
এছাড়াও রাজনীতির মহলে সরদার জুয়েলের রয়েছে বেশ জনপ্রিয়তা। রাজশাহী মহানগর জাতীয় পার্টির সাংগঠনিক পদে থেকে স্থানীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন তিনি। ছোট থেকেই সাংস্কৃতিকমনা সরদার জুয়েল অভিনয়ের প্রতি ঝোক ছিল। তাই কোন কিছুতেই তার মন বসতো না। সম্প্রতি রাজনীতি থেকে পদত্যাগ করে বর্তমানে সে সিলেট শহরেই স্ত্রী সন্তান নিয়ে বসবাস করছেন। লন্ডন থেকে পরিচালিত এনআরডি টিভির সিইও নাজিরুল ইসলাম খানের হাত ধরে মিডিয়ায় প্রবেশ করেন সরদার জুয়েল।
মানজুমা চৌধুরী মিমের গল্প ও চিত্রনাট্যে সরদার জুয়েলের সাথে নায়িকার চরিত্রে ছিলেন শারমিন আকতার। ক্যামেরা রয়েছে শামসুজ্জামান জাহেদ। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।
‘ডোন্ট টাচ মি’ নাটকের লিংক: https://www.youtube.com/watch?v=xyOMoHywcj4
আরবিসি/১৬ ফেব্রুয়ারী/ রোজি