• শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

দুই কোটি রুপিতে দিল্লিতে মোস্তাফিজ

Reporter Name / ১৩৩ Time View
Update : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২

আরবিসি ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামে ২ কোটি রুপিতে বিক্রি হলেন মোস্তাফিজুর রহমান। কাটার মাস্টারকে ভিত্তি মূল্যেই কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

আইপিএলের পঞ্চদশ আসরের নিলামে প্রথম দিনেই দল পেলেন বাংলাদেশের তারকা পেসার। ভিত্তি মূল্য ২ কোটির ফাস্ট বোলার ক্যাটাগরিতে সর্বশেষ তার নাম ওঠে। যেখানে গত আসরে রাজস্থান রয়্যালসে খেলা ফিজের গন্তব্য এবার দিল্লি ক্যাপিটালস।

নিলামে দিল্লিই প্রথমে বিড করে। তাদের কোনো প্রতিদ্বন্দ্বী ছিল না।

আইপিএলে এ নিয়ে চতুর্থ দলে খেলার স্বাদ পেতে যাচ্ছেন মোস্তাফিজ। এর আগে তিনি সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ানস ও রাজস্থান রয়্যালসে খেলেছেন।

মেগা নিলামের দিন দুপুরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হতাশ হয়েছিলেন সাকিব আল হাসান দল না পাওয়ায়। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করে যাওয়া বিশ্বসেরা অল-রাউন্ডারকে কিনতে কোনো দল আগ্রহ দেখায়নি। আইপিএলৈর নিয়মিত মুখ সাকিবের আশা অবশ্য শেষ হয়ে যায়নি। আগামীকালও তার দল পাওয়ার সুযোগ আছে।

আরবিসি/১২ ফেব্রুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category