স্টাফ রিপোর্টার : রেড জোন রাজশাহীতে তেজ কমেছে করোনার। করোনায় মৃত্যু ও শনাক্ত কমতে শুরু করেছে জেলায়। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৯টার মধ্যে তার মৃত্যু হয়েছে। শুধু জেলা নয়, রাজশাহী বিভাগেও কমতে শুরু করেছে করোনা সংক্রমনের হার।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে কেবল একজন রোগীর মৃত্যু হয়েছে। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। বয়স ষাটোর্ধ্ব। স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফনের জন্য বলা হয়েছে।
এই ইউনিটে ১৪৬ শয্যার বিপরীতে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৫৫ জন রোগী ভর্তি ছিলেন। এর মধ্যে করোনা পজিটিভ রোগী রয়েছেন ৪০ জন। করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৩ জন। করোনা ধরা পড়েনি এমন রোগী ভর্তি আছেন ২ জন। এই ৫৫ জনের মধ্যে রাজশাহীর ৩২ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫ জন, নওগাঁর ৮ জন, নাটোরের ৭ জন, পাবনার ১ জন, কুষ্টিয়ার ১ জন ও চুয়াডাঙ্গা ১ জন রোগী আছেন।
এদিকে, বৃহস্পতিবার রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে ১৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এছাড়া রাজশাহী মেডিক্যাল কলেজের ল্যাবে ২২৯টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার অনুপাতে বর্তমানে রাজশাহীতে করোনা শনাক্তের হার আরও নিম্নমুখী হয়েছে। যার গড় শনাক্তের হার ১২ দশমিক ৬০ শতাংশ। আগের দিনও ছিল ২২ দশমিক ২২ শতাংশ।
এদিকে রাজশাহী বিভাগের আট জেলায় ১ হাজার ৫৭৩ জনের নমুনা পরীক্ষায় ২৬৬ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ১৭ শতাংশ। এদিকে, গত এক দিনে নাটোর জেলায় একজনের প্রাণ নিয়েছে করোনা। এর বাইরে বিভাগের বাকি সাত জেলায় করোনায় প্রাণহানির খবর নেই।
শুক্রবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এই দুই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ১৬ হাজার ৯২৫ জনের। এর মধ্যে গত এক দিনে করোনা ধরা পড়েছে ২৬৬ জনের।
আরবিসি/১১ ফেব্রুয়ারি/ রোজি