রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘সেকেন্ড টাইম’ ভর্তি পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করেছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবারে (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করে শিক্ষার্থীরা দাবি জানান, রাবিতে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ চাই সুযোগ চাই, সুযোগ চাই মানুষ হবো, সুন্দর জীবন গড়তে শিক্ষার দরজা হোক উন্মুক্ত, দেশের বোঝা না বাড়িয়ে দ্বিতীয়বার পরিক্ষার সুযোগ দিন, সিলেকশন সিস্টেম বাতিল চাই, সুন্দর একটা জীবন চাই, দেশের বোঝা না করে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা চাই।
এছাড়াও বঙ্গবন্ধুর বাংলায় সুযোগ চাই, সুযোগ চাই; সিলেকশন সিলেকশন বাতিল চাই, বাতিল চাই বলে স্লোগান দেওয়া হয়।
মানববন্ধনে উপস্থিত সংগ্রাম খান নামে একজন শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয় আমাদের ট্যাক্সের টাকায় চলে, তাহলে আমাদের সুযোগ দেওয়া হবে না কেন। বিশ্ববিদ্যালয়গুলো বুঝতে পারে না আমাদের ভিতরের কান্না। আমরা যখন প্রথমবার চান্স পাই না, সমাজে কি অপমান নিয়ে আমাদের বাঁচতে হয়। প্রতিটি পদে পদে লাঞ্ছনা অপদস্থ হতে হয়। আমরা এর সুষ্ঠু পদক্ষেপ চাই। আমরা সেকেন্ড টাইম পরীক্ষা আবার দিতে চাই।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, রাবিতে ২০১৮ সাল থেকে সেকেন্ড টাইম পরিক্ষা বন্ধ করা হয়। শিক্ষার্থীদের ভালো প্রস্তুতি থাকা সত্বেও সিলেকশন নিয়মের কারণে ভর্তি পরীক্ষা দিতে পারি না। সিলেকশন সিস্টেমের কারণে অনেক সত্যিকারের মেধাবী প্রথমেই বাদ পড়ে যায়। আমরা চাই আবার সেকেন্ড টাইম চালু হোক।
মানববন্ধনে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. আসাবুল হক শিক্ষার্থীদের সাথে বসে আলোচনা করার আশ্বাস প্রদান করেন।
আরবিসি/০৯ ফেব্রুয়ারী/ রোজি