• সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৩৫ অপরাহ্ন

রাজশাহী বিভাগে একদিনে আরও ৫১৩ জনের করোনা শনাক্ত

Reporter Name / ৮০ Time View
Update : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার : গত একদিনে রাজশাহী বিভাগের আট জেলায় ২ হাজার ৩০১ জনের নমুনা পরীক্ষায় ৫১৩ জনের করোনা ধরা পড়েছে। পরীক্ষার অনুপাতে করোনা শনাক্তের হার ২২ দশমিক ২৯ শতাংশ। এদিকে, গত একদিনে রাজশাহী জেলায় ২ জন প্রাণ হারিয়েছেন করোনায়। এর বাইরে বিভাগের বাকি সাত জেলায় করোনায় প্রাণহানির খবর নেই।

বুধবার দুপুরের দিকে বিভাগীয় স্বাস্থ্য দফতরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. নাজমা আক্তার স্বাক্ষরিত আলাদা প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
এই দুই প্রতিবেদন বিশ্লেষণে দেখা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা ধরা পড়েছে ১ লাখ ১৬ হাজার ১৭৮ জনের। এর মধ্যে গত একদিনে করোনা ধরা পড়েছে ৫১৩ জনের।

এই একদিনে রাজশাহী জেলায় ৩৮৭ জনের নমুনা পরীক্ষায় ১১২ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের শতকরা হার ২৮ দশমিক ৯৪ শতাংশ। চাঁপাইনবাবগঞ্জে ১৯৪ জনের নমুনা পরীক্ষায় ৫৩ জনের করোনা ধরা পড়েছে এবং শনাক্তের হার ২৭ দশমিক ৩১ শতাংশ। নাটোরে ১৩৫ জনের নমুনা পরীক্ষায় ৪৭ জনের করোনা ধরা পড়েছে এবং শনাক্তের হার ৩৪ দশমিক ৮১ শতাংশ। নওগাঁয় ১০৮ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের করোনা ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্তের হার ২৪ দশমিক ০৭ শতাংশ।

এ ছাড়া পাবনায় ৮৯৯ জনের নমুনা পরীক্ষায় ১৫৫ জনের করোনা ধরা পড়েছে। এ জেলায় করোনা শনাক্তের শতকরা হার ১৭ দশমিক ২৪ শতাংশ। সিরাজগঞ্জে ২২২ জনের নমুনা পরীক্ষায় ৬৯ জনের করোনা ধরা পড়েছে। এ জেলায় করোনা শনাক্তের হার ৩১ দশমিক ০৮ শতাংশ। বগুড়া জেলায় ২৬১ জনের নমুনা পরীক্ষায় ৪০ জনের করোনা ধরা পড়েছে। এ জেলায় করোনা শনাক্তের হার ১৫ দশমিক ৩২ শতাংশ। জয়পুরহাটে ৯৫ জনের নমুনা পরীক্ষায় ১১ জনের করোনা ধরা পড়েছে। এই জেলায় করোনা শনাক্তের হার ১১ দশমিক ৫৮ শতাংশ।

এদিকে, বিভাগজুড়ে এ পর্যন্ত ১ হাজার ৭২৫ জনের প্রাণ নিয়েছে করোনা। বিভাগে সর্বোচ্চ ৬৭০ জন মারা গেছে বগুড়ায়। এ ছাড়া রাজশাহীতে ৩৩৪, নাটোরে ১৭৬, চাঁপাইনবাবগঞ্জে ১৬৩, নওগাঁয় ১৪৮, সিরাজগঞ্জে ৯৭, জয়পুরহাটে ৬৭ এবং পাবনায় ৪০ জনের মৃত্যু হয়েছে এই মহামারিতে।
এ পর্যন্ত বিভাগজুড়ে করোনা জয় করেছেন ১ লাখ ৩ হাজার ২৯৭ জন। এর মধ্যে গত একদিনে সুস্থ হয়েছে ৭৬৬ জন। এ পর্যন্ত করোনা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ১৪৯ জন। গত একদিনে হাসপাতালে এসেছেন ২৮ জন।

বর্তমানে করোনা নিয়ে কোয়ারেন্টাইনে রয়েছেন ২৪৩ জন। গত এক দিনে কোয়ারেন্টাইন শেষ করেছেন ২৮৬ জন। আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ৮২ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৬০ জন।

আরবিসি/০৯ ফেব্রুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category