আরবিসি ডেস্ক : ক্রিকেটার নাসির হোসেন, তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীসহ তিন জনের বিচারিক আদালতে মামলা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের আদেশ আজ বুধবার। ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ বিষয়ে আদেশ দেবেন।
চার্জগঠন হলে আসামিরা বিচারের মুখোমুখি হবেন। আর অভিযোগ গঠন করার মতো কিছু না পেলে নাসির-তামিমা অব্যাহতি পাবেন।
এর আগে গত ২৪ জানুয়ারি চার্জের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। উভয়পক্ষের শুনানি শেষে আদালত ৯ ফেব্রুয়ারি চার্জের বিষয়ে আদেশের জন্য রাখেন।
উল্লেখ্য, গত বছর ২৪ ফেব্রুয়ারি তামিমার স্বামী রাকিব হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় আগের বিয়ে গোপন রেখে অন্যত্র বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়ায় মানহানির অভিযোগ আনা হয়েছে।
আরবিসি/০৯ ফেব্রুয়ারী/ রোজি