স্টাফ রিপোর্টার : হাজার বছর পূর্বে রাজশাহী অঞ্চলটির নামকরণ ছিল মহাকাল গড়। সেসময় এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ছুটে আসেন হযরত শাহ মখদুম রূপোশ (র.)। পদ্মাতীরবর্তী এলাকায় অবস্থিত তার সেই দরগাহ শরীফ রাজশাহীর গৌরব ও ঐতিহ্যের সাথে জড়িত। ইতিহাসের সাক্ষী হাজার বছরের পুরোনো এই দরগাহটি পরিদর্শনে দেশের বিভিন্ন প্রান্তের ও বিভিন্ন ধর্মের মানুষ ছুটে আসেন। ঐতিহ্যবাহী সেই দরগাহ শরীফের পুরো এলাকাটি সংস্কারের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন। সেজে উঠবে হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফ।
রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে ‘হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্প’ অনুমোদিত হয়েছে। প্রকল্পটির অনুমোদন হওয়ায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। এছাড়া পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন রাসিক মেয়র মহোদয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ২৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার টাকার শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়ন প্রকল্পের আওতায় মসজিদ ও মাজার কমপ্লেক্স নির্মাণে স্থাপত্য নক্সা ও প্রকৌশল নক্সা প্রণয়ন ও নির্মাণ তদারকিতে পরামর্শক নিয়োগ, ৪ তলা মাজার কমপ্লেক্স-এর প্রশাসনিক ভবন নির্মাণ, ৪ তলা মিনারসহ মসজিদ নির্মাণ, মাজার নির্মাণ, সীমানা প্রাচীর নির্মাণ, প্রবেশ গেইট নির্মাণ ও ল্যান্ড স্কেপিং করা হবে।
উল্লেখ্য, ২৪ কোটি ৮৭ লাখ ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে সাপেক্ষে ‘হযরত শাহ মখদুম রূপোশ (র.) দরগাহ শরীফের উন্নয়ন’ শীর্ষক প্রকল্প রাজশাহী সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে দাখিল করে। গতকাল ৮ ফেব্রুয়ারি পরিকল্পনা মন্ত্রী এম.এ মান্নান প্রকল্পটির অনুমোদন দেন।
আরবিসি/০৯ ফেব্রুয়ারি/ রোজি