• সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৫:৪৪ অপরাহ্ন

বাগমারায় দুইশ’ শিক্ষার্থী পেলো এমপি এনামুল হকের শীতবস্ত্র

Reporter Name / ২৩৭ Time View
Update : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলার চারটি মাদ্রাসার অন্তত ২০০ শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে উপজেলার সালেহা-ইমারত কোল্ড স্টোর মিলনায়তনে এসব শীতবস্ত্র বিতরণ করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক।

এসময় এমপি এনামুল হক বলেন. রাজশাহী অঞ্চলে মাঘের শেষে এসেও জেকে বসছে শীত। এই শীতে অসহায় হয়ে পড়েছে সাধারণ মানুষ। শীত নিবারনের সামর্থ নেই অনেকের। প্রচন্ড শীতে অনেক কষ্ট করে মাদ্রাসায় কোরআন শিক্ষা করে চলেছেন শিক্ষার্থীরা। তার ধারাবাহিক শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে দুইশজহন শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি বলেন, অতিতেও তিনি মানুষের পাশে ছিলেন, এখনো রয়েছেন। মানুষের সেবাই তার ব্র্র্রত বলে উল্লেখ করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও ভবানীগঞ্জ পৌর মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, দফতর সম্পাদক নুরুল ইসলাম, চেয়ারম্যান আলমগীর সরকার, আনোয়ার হোসেন, মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, সাধারণ সম্পাদক জাহানারা বেগম প্রমুখ।

আরবিসি/০৬ ফেব্রুয়ারি/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category