পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় আগুনে পুড়ে সাগর শফিক পোল্টি খামার ভষ্মীভূত হয়েছে। শনিবার বেলা ১১টার সময় পুঠিয়া পৌরসভার রামজীবনপুর এলাকার হাজী কামরুল ইসলামের পোল্টি খামারে এ আগুন লাগার ঘটনাটি ঘটেছে। তবে আগুন লাগার সঠিক কারণ কেউ জানাতে পারেনি।
হাজী কামুরুলে ছেলে শফিকুল ইসলাম জানান, সকাল ৯টার সময় খামারে মুরগির খাবার ও পানি দিয়ে আমি বাড়ি চলে আসি। পরে বেলা ১১টার সময় আমার পাশে এক খামারি ফোনে আমাকে জানায় আমাদের খামারে আগুন লেগেছে।
এ খবর শুনার পর আমরা খামারে ছুটে আসি। এসময় খামারের আগুন জ্বলছিলো। পরে পুঠিয়া ফায়াসার্ভিসকে খবর দিলে তারা এসে পৌছানোর আগেই আগুন খামারের সবখানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ারসার্ভিসের সদস্য ও আমরা মিলে আগুন নিয়ন্ত্রনে আনি।
এর আগেই খামারে থাকা এক হাজার নয়শত মুরগি ও কিছু মুরগির খাবার পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
এ ব্যাপারে পুঠিয়া ফায়ারসার্ভিসের ফায়ার হাউস ইন্সেপেক্টর আরিফুল ইসলাম জানান, আমরা খবার পেয়ে ঘটনা স্থলে ছুটে গিয়ে আগুননিয়ন্ত্রনে আনি।
এছাড়াও আগুন লাগার সঠিক কারণ নিরুপণ করা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে তা নিরুপণ করা যাবে বলে এ কর্মকর্তা জানান।
আরবিসি/০৫ ফেব্রুয়ারি/ রোজি