স্টাফ রিপোর্টার : ‘সুবর্ণ জয়ন্তীর অঙ্গীকার-জিজিটাল গ্রন্থাগার’ প্রতিপাদ্যে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) স্বাস্থ্যবিধি মেনে পালিত হয়ছে ‘জাতীয় গ্রন্থাগার দিবস’। এ উপলক্ষে শনিবার দুপুরে রুয়েটের কেন্দ্রীয় গ্রন্থাগার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি পরে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারে আলোচনা সভায় মিলিত হয়।
দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় রুয়েটের গবেষণা ও সম্প্রসারণ পরিচালক এবং লাইব্রেরী কমিটির সভাপতি অধ্যাপক ড. ফারুক হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রুয়েটের ভিসি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখ। বিশেষ অতিথি ছিলেন পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. নিয়ামুল বারী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. সেলিম হোসেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. রবিউল আওয়াল, পরিকল্পনা ও উন্নয়নের পরিচালক অধ্যাপক ড. মিয়া জগলুল সাদত, লাইব্রেরী পরিচালনা কমিটির সদস্য ও কেন্দ্রীয় কম্পিউটার সেন্টারের প্রশাসক অধ্যাপক ড. আলী হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে রুয়েটের ভিসি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সেখ লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) মাহাবুবুল আলমের মাধ্যমে কেন্দ্রীয় লাইব্রেরীকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কিত বেশ কিছু বই উপহার দেন।
আরবিসি/০৫ ফেব্রুয়ারি/ রোজি