স্টাফ রিপোর্টার : ছিনতাইয়ের প্রস্তুতিকালে রাজশাহী নগরীতে আরও তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত ২ টি চাকু ও ১ টি হাতুড়ি জব্দ করা হয়।
শুক্রবার দিবাগত রাতে নগরীর ঐতিহ্য চত্ত্বর (ঘোড়াচত্ত্বর) থেকে তাদের গ্রেফতার করা হয়। এরা হলো, রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার আসাম কলোনীর মিন্টুর ছেলে আলিফ ইসলাম আকাশ (২০), হাজরা পুকুর এলাকার মৃত খাইরুল ইসলামের ছেলে রেজাউল করিম (৩২) ও বোয়ালিয়ার লাল মিয়ার ছেলে সোহান (২১)।
নগর গোয়েন্দা পুলিশ জানান, নগরীতে ছিনতাই ও অপরাধমুক্ত রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে শুক্রবার দিবাগত রাতে অভিযান চালিয়ে চিহ্নত এ ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। তারা রাতের আধারে নির্জনে বসে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে রাজশাহী মহানগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই, মাদকসহ অন্যান্য মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের শনিবার আদালতের মাধ্যকে কারাগারে পাঠানো হয়েছে।
আরবিসি/২৯ জানুয়ারি/ রোজি