• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন

পুনরায় ভোট গণনা চেয়ে নিপুণের আপিল

Reporter Name / ১৫০ Time View
Update : শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২

আরবিসি ডেস্ক : মুখে ‘শিল্পীরা সবাই এক পরিবার’ বললেও কার্যত সে কথার প্রমাণ পাওয়া যাচ্ছে না। নির্বাচন শেষ হলেও এর উত্তাপ এখনও বর্তমান। পুনরায় ভোট গণনা চেয়ে আপিল করে সেই উত্তাপ আরো বাড়িয়ে দিলেন চিত্রনায়িকা নিপুণ।

গতকাল বিএফডিসিতে অনুষ্ঠিত হলো চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচনে নিপুণকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হন জায়েদ খান।

আজ (২৯ জানুয়ারি) ভোট পুনর্গণনা চেয়ে আপিল করেছেন নিপুণ। দুপুর ১টায় লিখিতভাবে আবেদন জমা দিয়েছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান।

সোহান বলেন, ‘নিপুণ আবেদন করেছেন। নির্বাচনের কাগজপত্র নিয়ে আপিল বোর্ড বসেছে। বিষয়টি নিয়ে এখন পর্যালোচনা চলছে।’

এবারের নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইলিয়াস কাঞ্চন। সাধারণ সম্পাদক জায়েদ খান। জায়েদ খান পেয়েছেন ১৭৬ ভোট। একই পদে দাঁড়িয়ে নিপুণ পেয়েছেন ১৬৩ ভোট।

আরবিসি/২৯ জানুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category