আরবিসি ডেস্ক : এবার নাক দিয়ে নেওয়া যাবে এমন টিকা বাজারে আনতে যাচ্ছে কোভ্যাক্সিন টিকা প্রস্তুতকারক ভারতীয় সংস্থা ভারত বায়োটেক। মানবদেহে তৃতীয় পর্যায়ের পরীক্ষার জন্য তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে।
পেল কোভ্যাক্সিন টিকা প্রস্তুতকারক ভারতীয় সংস্থা ভারত বায়োটেকের নাকের মাধ্যমে নেওয়া বুস্টার টিকা।
কোভ্যাক্সিনের দু’টি টিকা গ্রহণ করা ব্যক্তিদের ওপর পরীক্ষা করা হবে এই টিকা। সফল হলে দেশজুড়ে বুস্টার টিকা দেওয়া আরও সহজ হবে বলেও জানানো হয়েছে।
ভারত বায়োটেক বলেছে, করোনার প্রধান সংক্রমণের জায়গা নাক। এই টিকা নাকে প্রতিরোধ শক্তি সৃষ্টি করবে। এই টিকা খুব সহজে নিজে নিজেই নেওয়া যাবে।
আরবিসি/২৮ জানুয়ারি/ রোজি