স্টাফ রিপোর্টার : দ্বিতীয়বারের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন। সোমবার (১৬ জানুয়ারি) তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত সহকারী ইকবাল আহমেদ।
ইকবাল আহমেদ জানান, জাতীয় সংসদ অধিবেশনে যোগ দেয়ার জন্য রোববার (১৫ জানুয়ারি) সংসদ হাসপাতালে নমুনা জমা দেন সাংসদ আয়েন উদ্দিন। সোমবার দুপুরে তার রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে তিনি এখন ন্যাম ফ্ল্যাটে আইসোলেশনে আছেন।
ব্যক্তিগত সহকারি আরও জানান, রোববার থেকে তিনি হালকা জ্বর অনুভব করছিলেন। তবে কোন শারীরিক সমস্যা নেই। তিনি ভালো আছেন। শীঘ্রই দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হবে।
গত বছরের অক্টোবরে করোনায় আক্রান্ত হয়েছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। তিন মাস পর আবারও করোনায় আক্রান্ত হলেন।
এছাড়াও রোববার করোনায় আক্রান্ত হয়েছেন আওয়ামীলীগের সম্পাদকমণ্ডলীর সদস্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। তারা এখন ঢাকায় নিজস্ব বাসভবনে আইসোলশনে আছেন।
আরবিসি/১৬ জানুয়ারি/ রোজি