স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাগমারা উপজেলায় এক ভুয়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর পরিচয়দানকারী প্রতারককে প্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রফিকুল ইসলাম (৬৫)। তিনি উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের অর্জুনপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। গত রোববার বিকেলে রাজশাহী জেলা পুলিশ বাগমারা থানা পুলিশের সহায়তায় উপজেলার ভবানিগঞ্জ এলাকার গোডাউন মোড় থেকে তাকে গ্রেফতার করে।
পুলিশ জানায় , গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত রোববার বিকেলে রাজশাহী জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের দিকনির্দেশনায় জেলার বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী’র নেতৃত্বে গোয়েন্দা শাখার একটি টিম বাগমারা থানা পুলিশের সহযোগিতায় উক্ত ব্যক্তিকে গ্রেফতার করে। জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান হিসেবে মিথ্যা পরিচয় দানকারী এক প্রতারককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ নিজেকে রাজশাহীর বাগমারা থানাধীন “অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়” এর চ্যান্সেলর এবং বাংলাদেশ ও জাতিসংঘের শিক্ষা কমিশন সচিবালয়ের চেয়ারম্যান হিসেবে ভুয়া পরিচয় দিয়ে আসছিলেন। সেই সুবাদে সাধারণ মানুষকে চাকরি দেয়ার কথা বলে প্রতারণা করে আসছেন। এর আগেও তার নামে থানায় প্রতারণা মামলা করা হয়েছে।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, ভুয়া পরিচয় প্রদান করে প্রতারণামূলকভাবে বিভিন্ন জাল কাগজপত্র প্রস্তুতপূর্বক সেগুলো ব্যবহার করে লোকজনকে চাকরি দেয়ার কথা বলে টাকা পয়সা গ্রহণ করেন। তার কাছ থেকে জাল কাগজপত্রসমূহ জব্দ করা হয়েছে। প্রকৃত পক্ষে বাগমারা থানা এলাকায় “অর্জুনপাড়া মদিনাতুল উলুম ইসলামী বিশ্ববিদ্যালয়” নামের কোন প্রতিষ্ঠান নেই এবং গ্রেফতারকৃত ব্যক্তি কোন প্রতিষ্ঠানের চ্যান্সেলর ও চেয়ারম্যান নয়।
এ বিষয়ে বাগমারা থানায় প্রতারণার একটি মামলা রুজু হয়েছে।
আরবিসি/১০ জানুয়ারি/ রোজি