স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে ১৮৮ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বিজিবি। শুক্রবার দিবাগত গভীর রাতে রাজশাহী-১ বিজিবির অধীনস্থ তালাইমারী বিওপির সদস্যরা অভিযাান চালিয়ে তাদের গ্রেফতার করে। এরা হলো- নগরীর কাটাখালি থানার চর খিদিরপুরের জামু শেখের ছেলে নয়ন শেখ (৩৫ ) ও একই থানা এলাকার শ্যামপুর এলাকার জামশেদ আলীর ছেলে রতন আলী (৩২)
বিজিবি সূত্র জানায়, রাজশাহীর লতাবন এলাকার পদ্মানদী দিয়ে ইঞ্জিন চালিত নৌকায় করে ভারত থেকে বাংলাদেশে পা
চার করার সময় তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের দেহ তল্লাশী করে ১৮৮ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এসব ফেন্সিডিলের আনুমানিক মূল্য ২ লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, নয়ন ও রতন এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তারা দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদক পাচার করে নিয়ে আসছিলো। মামলা দায়েরের পর শনিবার তাদের কাটাখালী থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আরবিসি/০৮ জানুয়ারি/ রোজি