• সোমবার, ১৮ নভেম্বর ২০২৪, ০৭:৪৫ পূর্বাহ্ন

রাবিতে ছিনতাইয়ের ঘটনায় শিক্ষার্থীদের প্রতিবাদ

Reporter Name / ৭৬ Time View
Update : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

রাবি প্রতিনিধি: ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ প্রতিবাদ জানায় তারা।

মানববন্ধনে ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদ জানিয়ে রাবি শিক্ষার্থী আব্দুল মজিদ অন্তর বলেন, ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটেই চলেছে। অথচ প্রক্টরিয়াল বডি কোনটারই সঠিক ব্যবস্থা গ্রহণ করতে পারছে না। ফলে দিন-দিন ক্যাম্পাস দুর্বৃত্তদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে। শিক্ষার্থীরা প্রতিনিয়ত ক্যাম্পাসে নিরাপত্তাহীনতায় ভুগছেন। অথচ শিক্ষার্থীদের নিরাপত্তায় মোড়ে মোড়ে সিসি ক্যামেরা, পুলিশ টিম তারপরেও অপরাধীদের সনাক্ত করা সম্ভব হচ্ছে না। যা খুবই দুঃখজনক বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমানুল্লাহ আমান বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য প্রশাসনে প্রক্টরিয়াল বডি রয়েছে। তাদের দায়িত্ব ক্যাম্পাস এবং ক্যাম্পাসের আশে-পাশে কোনো শিক্ষার্থীর নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সেটা দেখা। কিন্তু, ক্যাম্পাসে একের পর এক ছিনতাইয়ের ঘটনায় প্রক্টরিয়াল বডির দায়িত্বজ্ঞান নিয়ে প্রশ্ন উঠেছে। এত পুলিশ, এত গোয়েন্দা এজেন্সির লোক ক্যাম্পাসে ক্রিয়াশীল থাকা সত্ত্বেও উপাচার্যের বাসভবনের সামনে ছিনতাই হচ্ছে। এতে শিক্ষার্থীরা নিজেদের নিরাপত্তা নিয়ে চিন্তিত বলে জানান এ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থী মিথুন চন্দ্র মোহন্ত প্রক্টরিয়াল বডির দায়িত্ব অবহেলার অভিযোগ তুলে বলেন, ক্যাম্পাসে এতোগুলো ছিনতাইয়ের ঘটনা ও ছাত্রী উত্যক্ত করার ঘটনা ঘটার পরেও আমরা দেখতে পাই কোন অপরাধী ধরা পরছে না কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না। ফলে প্রতিনিয়ত এই অপরাধগুলো ঘটছে। অথচ নিরাপত্তার নামে রাতে নারী শিক্ষার্থীদের হয়রানী করা হচ্ছে। তাহলে নিরাপত্তার দায়িত্বে থাকার দরকার কি?
এসময় অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও ব্যর্থ প্রক্টরের পদত্যাগের দাবি জানান শিক্ষার্থীরা। এর আগে, গত শুক্রবার দুপুরে এবং গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে চলন্ত রিক্সা থেকে শিক্ষার্থীর ব্যাগ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

আরবিসি/০৪ জানুয়ারি/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category