রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘দ্বিতীয়বার’ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রাখার দাবি জানিয়েছে ২০২০ সালের এইচএসসি পাস করা শিক্ষার্থীরা। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে দেওয়া এক ‘দাবিনামা’র মাধ্যমে উপাচার্যের কাছে তারা এই দাবি করেন।
সেই সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ভর্তি পরীক্ষার পূর্বে শিক্ষার্থী সিলেকশন পদ্ধতিরও বাতিল দাবি করেছেন তারা।
শিক্ষার্থীদের দাবি, করোনাকালে তাদের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণের জন্য হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেন তাদেরকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ প্রদান করেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের সিলেকশন পদ্ধতি রাখার কারণে অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে না। সেই সিলেকশন পদ্ধতি বাতিল করে নির্দিষ্ট জিপিএ অর্জনকারী সকল যোগ্য শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদানের অনুরোধ করেন তারা।
আরবিসি/০৩ জানুয়ারি/ রোজি