• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৯:০৮ অপরাহ্ন

রাজশাহীতে বর্ণিল আয়োজনে শুরু হচ্ছে ‘বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট’

Reporter Name / ১৪৪ Time View
Update : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের দ্বিতীয় আসর শুরু হচ্ছে শিগগিরই। বর্ণাঢ্য আয়োজনে এবার এ টুর্ণামেন্টের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সোমবার দুপুরে রাজশাহী নগরভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে এ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ‘ফরমার ক্রিকেটার্স রাজশাহী‘র আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। সভায় জানানো হয় এবার টুর্নামেন্টে রাজশাহী জেলা ও মহানগরের ৩২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে।

প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ২০১৯ সালে বর্ণিল আয়োজনে রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট-২০২২ আয়োজন হতে যাচ্ছে। গতবছর করোনা মহামারির কারণে টুর্নামেন্ট আয়োজন সম্ভব হয়নি।
রাসিক মেয়র বলেন, টুর্নামেন্টে রাজশাহী জেলার বিভিন্ন স্কুল অংশগ্রহণ করবে। ছেলেদের মাঠমুখী করতেই এ আয়োজন। আগামীতে এ সকল টুর্ণামেন্টের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড় বেরিয়ে আসবে। তাঁদের উচ্চতর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। তারা আগামী দিনে রাজশাহীর ক্রীড়াঙ্গণের নেতৃত্ব দিবে। ক্রিড়াক্ষেত্রে অতীতের মতো আগামীতেও সকল সহযোগিতার আশ্বাস দেন মেয়র লিটন।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তিনি বলেন, আন্তর্জাতিক মানের ক্রিকেটার তৈরি করতে স্কুল ক্রিকেট টুর্ণামেন্টের বিকল্প নেই। তাই এবার দ্বিতীয়বারের মতো বর্ণিল আয়োজনে রাজশাহীতে বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট আয়োজন করতে যাচ্ছি। শিগগিরই টুর্নামেন্টের তারিখ ঘোষণা করা হবে।

অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ও সাবেক খেলোয়াড় শেখ মামুন ডলার, সাইফুল্লাহ খান জেম, আসিফ ইকবাল, আসাদুজ্জামান, জামিলুর রহমান সাদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আরবিসি/০৩ জানুয়ারি/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category