• শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৫:৩০ পূর্বাহ্ন

প্রতিষ্ঠিত পুলিশ বাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ১৫৬ Time View
Update : রবিবার, ২ জানুয়ারী, ২০২২

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ পুলিশ বাহিনীর মান এখন বিশ্বমানের কাছাকাছি। প্রতিষ্ঠিত পুলিশ বাহিনী গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আগামীতে সেই লক্ষ্যও পূরণ হবে।

রবিবার দুপুরে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সদ্য পুলিশে নিয়োগকৃত ‘ট্রেইনি রিক্রুট কনস্টবল’-২০২১ ব্যাচের মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ সরকার পুলিশ বাহীনিকে যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করেছে। ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আধুনিক ও দক্ষ পুলিশ বাহিনী গড়ে তুলতে নিয়োগ প্রতিক্রয়ায় পরিবর্তন আনা হয়েছে। দেশের সার্বিক নিরাপত্তার জন্য আসামী গ্রেফতার ও যথাযথ আইন প্রয়োগের মাধ্যমে ন্যয় বিচার নিশ্চিত করতে হবে। বিশ্বমানের পুলিশ বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার সব ধরণের চেষ্টা করে যাচ্ছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ট্রেইনি রিক্রুট কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণ কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ। তিনি বলেন, পুলিশকে সেবার মানসিকতা নিয়ে কর্মক্ষেত্রে নিজেকে নিয়োজিত করতে হবে। আর এই ব্রত মননে ও বিশ্বাসে ধারণ করতে হবে। কারণ পুলিশে যোগদান কেবল একটি চাকরি নয়, এটি সেবা। দেশের মানুষকে সততার মাধ্যমে সর্বদা বৈষম্যহীন সেবা দিতে হবে।

তিনি বলেন, এবারের নিয়োগ প্রক্রিয়া সম্পুর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় সম্পন্ন হয়েছে। তোমরা অনেকেই গরীব, রিকশাওয়ালা, ভ্যান চালক ও দিনমজুর পিতার সন্তান হিসেবে নিয়োগ পেয়েছো। তোমরা তোমাদের দক্ষতায় এ পেশায় আসতে পেরেছ। তোমাদের এ পেশায় আসতে সাতটি ধাপ অতিক্রম করে আসতে হয়েছে। তাই মনে রাখতে হবে তোমরা কারো সুপারিশ বা তদবিরে চকরি পাওনি। তাই তোমরা তোমাদের কর্মজীবনে সব ধরণের বৈষম্য দুর করে সমাজের সমাজের ধনী গরীব সকলেই যাতে সমান সেবা পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখবে। মনে রাখবে- তোমরাও কোন না কোন গরীব পিতার সন্তান। তাই সেবাগ্রহীতা কেউ যাতে বৈষম্যের শিকার না হয় সেদিকে নজর রাখতে হবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ও জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন।

রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সারদায় পুলিশ একাডেমিতে পৌঁছান। তিনি পুলিশ একাডেমিতে এসে পৌঁছালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আজিপি) ড. বেনজীর আহমেদ, পুলিশ একাডেমির প্রিন্সিপ্যাল অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ তাকে স্বাগত জানান এবং ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে জানানো হয়, সম্পূর্ণ পরিবর্তিত পদ্ধতির মধ্যে দিয়ে স্বচ্ছ, আধুনিক ও যুগোপযোগী প্রক্রিয়ায় দেশব্যাপী পুলিশ সদস্য নিয়োগ করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত সেই তিন হাজার ট্রেইনি রিক্রুট কনস্টবলদের এই মৌলিক প্রশিক্ষণ আজ শুরু হলো।

এর আগে সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ পুলিশ একাডেমি চত্বরে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ভবন ও শোরুম উদ্বোধন করেন পুনাক এর কেন্দ্রীয় সভানেত্রী বেগম জীশান মীর্জা। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ রাজশাহী বিভাগ ও জেলার পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরবিসি/০২ জানুয়ারি/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category