স্টাফ রিপোর্টার : তুচ্ছ ঘটনার প্রতিশোধ নিতে রাজশাহীর দুর্গাপুরে এক শিশুর শরীরে গরম পানি ঢেলে ঝলসে দিয়েছে এক নারী। বুধবার শরীর ঝলসে দেওয়ার পর থেকে মদিনা খাতুন (১০) নামের ওই শিশু এখন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কাৎরাচ্ছে। তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের নামোদুরখালী গ্রামে এ ঘটনা ঘটে।
শিশুর বাবা প্রতিবন্ধী চায়নাল হক বলেন, মঙ্গলবার বাড়িতে মদিনা তার মায়ের সঙ্গে ভাত রান্না করছিল। এ সময় ভাতের গরম পানি (মাড়) সে বাড়ির বাইরে ফেলে দেয়। ওই সময় প্রতিবেশী নারীর আশিক (৮) নামের এক শিশুর গায়ে অসাবধানতাবশত কয়েক ফোটা পানি পড়ে।
এ ঘটনার প্রতিশোধ নিতে শিশু আশিকের মা আদরী বেগম বুধবার দুপুরে পানি ফুটন্ত গরম করে পিছন থেকে মদিনার গায়ে ঢেলে দেয়। এতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়। প্রতিবেশীরা মদিনাকে উদ্ধার করে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
দুর্গাপুর থওসি হাশমত আলী বলেন, এ বিষয়ে এখনো থানায় কোন অভিযোগ করেনি। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন ওসি।
আরবিসি/৩০ ডিসেম্বর/ রোজি