আরবিসি ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় সাত ব্যক্তির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে চারজন পুরুষ ও তিনজন নারী। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫০৯ জন।
আজ (বৃহস্পতিবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গতকালের তুলনায় মৃত্যু ও শনাক্তের সংখ্যা বেড়েছে। গতকাল ১ জনের মৃত্যু ও ৪৯৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক দিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৯৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৮ হাজার ৮১১ জন।
গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৬৬৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২২ হাজার ৬৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ২৫ শতাংশ।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে পাঁচজনই ঢাকা বিভাগের বাসিন্দা ছিলেন। আর অন্য দুজন চট্টগ্রাম ও রাজশাহীর বাসিন্দা।
গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। চলতি বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়।
আরবিসি/৩০ ডিসেম্বর/ রোজি