স্টাফ রিপোর্টার : রাজশাহীতে করোনার বুস্টার ডোজ প্রদান শুরু হয়েছে। বুধবার থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) ও রাজশাহী বিভাগীয় পুলিশ হাসপাতালে বুস্টার ডোজ টিকা দেয়া শুরু হয়েছে। সকাল সাড়ে আটটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ টিকা দেওয়া হয়।
প্রথম দিন রাজশাহীর দুইটি কেন্দ্রে মোট এক হাজার ২০০ জনকে বুস্টার ডোজ টিকা প্রদান করা হয়েছে। এরমধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ৯০০ জনকে এবং বিভাগীয় পুলিশ হাসপাতালে ৩০০ জনকে এ টিকা প্রদান করা হয়।
ষাটোর্ধ্ব বয়সী লোকদের মধ্যে যাদের দ্বিতীয় ডোজ টিকার মেয়াদ ছয় মাস অতিক্রম করেছে তাদেরকে বুস্টার ডোজ প্রদান করা হচ্ছে। বুস্টার ডোজের পাশাপাশি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ফাইজারের ১ম ও ২য় ডোজ, ভিরু সেলের ২য় ডোজ এবং অ্যাস্ট্রাজেনেকা ২য় ডোজ টিকা প্রদান চলমান রয়েছে।
রামেক হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে শিগগিরই জেলার নয় উপজেলাতেও বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে। এদিকে রাজশাহী জেলায় এ পর্যন্ত প্রথম ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ১২ লাখ সাড়ে ৬১ হাজার মানুষ। আর দ্বিতীয় ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় ৮ লাখ ৩৬ হাজার জন।
আরবিসি/২৯ ডিসেম্বর/ রোজি