• শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে শাবনূর

Reporter Name / ১৩৬ Time View
Update : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিডনির একটি হাসপাতালে ভর্তি রয়েছেন অভিনেত্রী শাবনূর। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার বোন ঝুমুর। তিনি জানান, আগের সপ্তাহ থেকে শাবনূরের জ্বর ছিল। এরপর তার করোনা পরীক্ষা করা হয়। এতে পজিটিভ আসে। বাসায় কয়েকদিন আইসোলেশনে ছিলেন। হঠাৎ করেই সমস্যা বোধ করলে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে গিয়ে ভর্তি হন।

ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের একজন শাবনূর। নব্বই দশকে জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছিলেন তিনি। এরপর শূন্য দশকেও ছিলেন চাহিদার তুঙ্গে। কিন্তু প্রায় এক যুগ ধরেই তিনি সিনেমার পর্দায় অনুজ্জ্বল। দীর্ঘ দিন ধরে বসবাস করছেন অস্ট্রেলিয়ার সিডনিতে।

গত ১৪ ডিসেম্বর ছিল শাবনূরের জন্মদিন। সেই উপলক্ষে তার দেশে ফেরার কথা ছিল। কিন্তু কোনো কারণে আসতে পারেননি। তবে জন্মদিন উপলক্ষে ভক্তদের একটি উপহার দিয়েছেন অভিনেত্রী। নতুন একটি ইউটিউব চ্যানেল খুলেছেন তিনি।

আরবিসি/২৯ ডিসেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category