• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ০৬:৩০ অপরাহ্ন

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে তিন যুবক আটক

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

নওগাঁ প্রতিনিধি: সাংবাদিক পরিচয় দিয়ে নওগাঁর একটি ইটভাটা মালিকের কাছে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার তিন জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার দুপুরে নওগাঁর আমলী আদালত-১ এ হাজির করে প্রত্যেকের তিন দিন করে রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিদের পক্ষের আইনজীবীরা তাদের রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। শুনানি শেষে নওগাঁর আমলী আদালত-১-এর বিচারক তাজউল ইসলাম রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে যাওয়া ব্যক্তিরা হলেন রমজান আলী, রানা আহমেদ ও মমিনুল ইসলাম।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, আদালতের নির্দেশে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

গত রোববার সন্ধ্যায় নওগাঁ-রাণীনগর সড়কের পাশে নওগাঁ পৌরসভায় খিদিরপুর এলাকায় মেসার্স সুমী ব্রিকস নামের একটি ইটভাটা মালিকের কাছে সাংবাদিক পরিচয় দিয়ে চাঁদা দাবি করেন। ইটভাটায় খড়ি পুড়িয়ে পরিবেশের ক্ষতি করা হচ্ছে এমন অভিযোগ তুলে তাঁরা ইটভাটা মালিককে ভয়-ভীতি দেখাতে থাকে। টাকা না দিলে ছবি তুলে পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে তা প্রকাশ করা হবে হুমকি দেন। স্থানীয় লোকজন তাঁদেরকে আটকে রেখে নওগাঁ সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ তাঁদেরকে আটক করে নিয়ে যায়। এসময় তাঁদের কাছ থেকে দুই প্রেস আইডি কার্ড, একটি ওয়াকিটকি ও একটি ক্যামেরা জব্দ করা হয়। পরে ওই রাতে ওই ইটভাটার ম্যানেজার বাদী হয়ে আটক তিন ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে নওগাঁ সদর থানায় মামলা করেন।

আরবিসি/২৯ ডিসেম্বর/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category