রাবি প্রতিনিধি: আবাসিক হলগুলোতে নোটিশ আকারে টাঙিয়ে দেওয়া সেই ১৭টি নির্দেশনা প্রত্যাহার করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। গত রোববার ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে এই সকল নির্দেশনা প্রত্যাহার করে নেওয়া হয়।
প্রত্যাহারের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে বলা হয়েছে, ‘২০২০-২১ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান নিয়ম-শৃঙ্খলা সম্পর্কিত বিধি-নিষেধ অবহিত করা, র্যাগিংয়ের মত অন্যান্য অনাকাঙ্খিত ঘটনা রোধ এবং বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে বিধি-নিষেধগুলো প্রচার করা হয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে প্রচারিত কিছু বিধি-নিষেধের প্রাসঙ্গিকতা সম্পর্কে বিভিন্ন মতামত প্রশাসনের নজরে এসেছে। কিছু বিধি-নিষেধ বিদ্যমান থাকলেও বাস্তবতার কারণে তার কার্যকারিতা ও প্রয়োগ নেই। ফলে বাস্তব অবস্থা বিবেচনা করে এবং সংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত পর্যালোচনার জন্য প্রচারিত বিধি-নিষেধ সম্পর্কিত পত্রটি প্রত্যাহার করা হলো।’r
এর আগে, রোববার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ১৭ টি পয়েন্ট ২৫ টি নিয়ম প্রকাশ করা হয়। পরে তা আবাসিক হলগুলোতে নোটিশ আকারে টাঙিয়ে দেয় হল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সেখানে অনেকে নেতিবাচক মন্তব্য করেন এবং শিক্ষার্থীরা সেটা প্রত্যাহার করে সংশোধিত বিধি-নিষেধ প্রণয়নের দাবি জানান।
আরবিসি/২৮ ডিসেম্বর/ রোজি