আরবিসি ডেস্ক : চীন থেকে এসেছে কোভিড টিকার সবচেয়ে বড় চালান। এবার দেশটি থেকে ঢাকায় পৌঁছেছে ২ কোটি ৪ লাখ ৬০ হাজার ডোজ টিকা।
করোনা টিকার সর্বসৃহৎ এই চালানটি এসেছে বাংলাদেশ সরকার, এশিয়া উন্নয়ন ব্যাংক ও ইউনিসেফের মধ্যে যৌথভাবে খরচ বহনের চুক্তির অংশ হিসেবে।
মঙ্গলবার (২৮ ডিসেম্বর) ইউনিসেফের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, এর আগেও চীন থেকে কয়েক দফায় টিকার চালান এসেছে। তবে এবারই দেশটি থেকে টিকার সবচেয়ে বড় চালানটি মঙ্গলবার বাংলাদেশে পৌঁছাল।
আরবিসি/২৮ ডিসেম্বর/ রোজি