• শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:৫২ অপরাহ্ন

ভলিবলে উজবেকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Reporter Name / ১৩৫ Time View
Update : সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। সোমবার (২৭ ডিসেম্বর) মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত শেষ লিগম্যাচে বাংলাদেশ ৩-২ সেটে হারিয়েছে উজবেকিস্তানকে।

প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হারের পর দ্বিতীয় সেট ২৫-১৪ পয়েন্টে জিতে নেয় বাংলাদেশ। জমজমাট লড়াইয়ের পর তৃতীয় সেট ২৬-২৪ ব্যবধানে হারের পর চতুর্থ সেটে ২৫-১৩ পয়েন্টে জিতে বাংলাদেশ। পঞ্চম সেটে স্বাগতিকরা জিতেছে ১৫-১৩ পয়েন্টে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ ও শ্রীলংকা ফাইনালে মুখোমুখি হবে। এ নিয়ে বাংলাদেশ তৃতীয়বারের মতো এই টুর্নামেন্টের ফাইনালে উঠলো।

এই টুর্নামেন্টে মেয়েদের বিভাগেও খেলা হয়েছে। তবে বাংলাদেশের মেয়েরা ৬ দলের মধ্যে পঞ্চম হয়েছে। প্রথম চার ম্যাচ হেরে বাংলাদেশের মেয়েরা শেষ ম্যাচে হারিয়েছে মালদ্বীপকে।

আরবিসি/২৭ ডিসেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category