• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

রাজশাহীর পদ্মার বালুচরে চালু হলো বিচ-বাইক

Reporter Name / ১৫৩ Time View
Update : শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর পদ্মাপাড়কে পর্যটকবান্ধব ও আরও আকর্ষণীয় করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এবার চালু হলো বিচ বাইক। শুক্রবার বিকেলে রাজশাহী পদ্মাপাড়ের লালন শাহ মঞ্চের কাছে বিচ বাইকের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন পদ্মাপাড়ে বিচ বাইক চলাচলের উদ্বোধন করেন।

রাসিক সূত্র জানায়, ভ্রমণ পিপাসুদের দৃষ্টি আকর্ষণ করতে ঢেলে সাজানো হচ্ছে রাজশাহীর রাস্তাঘাট ও বিনোদন কেন্দ্রগুলো। সেই ভাবনা থেকেই অনেকটা কক্সবাজার সমুদ্র সৈকতের আদলে সাজানো হচ্ছে রাজশাহীর পদ্মাপাড়কে। বিচ বাইকের পাশাপাশি পদ্মাপাড়ে পাতা হয়েছে বিচ চেয়ার। পদ্মা বালুচরে ভ্রমন পিপুদের জন্য এবার চালু করা হলো বাইক রাইডিংয়ের।

রাসিক মেয়র লিটন বলেন, পদ্মাপাড়কে পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় করতে বিচ বাইক ও বিচ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। বিকেল ৩টায় লালন শাহ মুক্ত মঞ্চে বিচ বাইক ও বিচ চেয়ারের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মূলত পদ্মাপাড়কে পর্যটকবান্ধব ও আরও আকর্ষণীয় করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, প্রথম অবস্থায় আপাতত দুটি বিচ বাইক ও ১০টি বিচ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। পর্যায়ক্রমে এগুলো বাড়ানো হবে। বর্তমানে লালন শাহ পার্ক ও পদ্মাপাড়ের বিভিন্ন উন্নয়ন কাজ চলছে। এছাড়া সেখানে আরএমপির একটি অস্থায়ী পুলিশ ক্যাম্পও স্থাপন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রমতে রাজশাহীর যেকোনো আনন্দ-উৎসব উদযাপনের কেন্দ্র হচ্ছে সৌন্দর্যমণ্ডিত পদ্মাপাড়। পদ্মাপাড়ে বসে মুক্ত হাওয়ায় অবসর উদযাপন, নৌকা নিয়ে মাঝ নদীতে ছুটে বেড়ানো, পাড়ে বসে মুখরোচক বিভিন্ন খাবার খাওয়া বা সূর্যাস্ত দেখতে প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটে এখানে। এখন বিচ বাইক রাইডিং চালু এবং বিচ চেয়ার বসানোর কারনে পদ্মাপাড়ের আনন্দ বিনোদনে নতুন মাত্রা যোগ করল।

আরবিসি/২৪ ডিসেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category