• বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:৫০ অপরাহ্ন

অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল দলকে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর অভিনন্দন

Reporter Name / ১৪১ Time View
Update : বুধবার, ২২ ডিসেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে বাংলাদেশ ১-০ গোলে ভারতকে হারিয়েছে। খেলার ৮০ মিনিটে ম্যাচের একমাত্র জয়সূচক গোলটি করেন আনাই মুঘিনি।

সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলের সব সদস্য, কোচসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি বলেন, এ জয়ের মাধ্যমে অনূর্ধ্ব-১৯ নারী টিম বাংলাদেশকে বিশেষ মর্যাদা এনে দিয়েছে। এ জয়ের অনুপ্রেরণা নিয়ে বাংলাদেশের নারীরা আগামীতে ফুটবলে আরও এগিয়ে যেতে পারবেন বলে রাষ্ট্রপ্রধান আশা প্রকাশ করেন।

এদিকে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবলে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলাদেশ নারী ফুটবল দলের সব সদস্যকে অভিনন্দন জানান।

আরবিসি/২২ ডিসেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category