আরবিসি ডেস্ক : রাজশাহী ও বরিশালে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
জননিরাপত্তা বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব জি এস এম জাফরউল্লাহকে রাজশাহী বিভাগের কমিশনার করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে বাংলাদেশ কেমিকেল ইন্ড্রাস্টিজ করপোরেশনের (বিসিআইসি) পরিচালক (অতিরিক্ত সচিব) মো. আমিন-উল-আহসানকে বরিশাল বিভাগের কমিশনার করা হয়েছে।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।
আরবিসি/২২ ডিসেম্বর/ রোজি