• বুধবার, ০২ অক্টোবর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
শীর্ষ সংবাদ
উপদেষ্টাদের আয় ও সম্পদ হিসাব জমা দিতে হবে, মন্ত্রিপরিষদের নীতিমালা জারি পলিথিনের শপিং ব্যাগ উৎপাদনের বিরুদ্ধে ১ নভেম্বর থেকে অভিযান শুরু শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বুধবার নাটোরে পাওনা ২০০ টাকা চাওয়ায় দোকানদারকে কুপিয়ে হত্যা প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ রাজশাহীতে এক দফা দাবিতে নার্সদের কর্মবিরতি দায়িত্ব নেওয়ার পর আপনারা সুর পাল্টে কথা বলছেন: অন্তর্বর্তী সরকারকে ডা. জাহিদ রডে ঝুলছিল আওয়ামী লীগ নেতার মরদেহ, স্ত্রীর দাবি ‘হত্যা’ জানাজা থেকে ফেরার পথে যুবককে গলা কেটে হত্যা মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি আহত

জাতির বীর সন্তানদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

Reporter Name / ৭১ Time View
Update : বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : মহান বিজয় দিবসকে সামনে রেখে এরই মধ্যে সাভারের জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিছন্নতা ও সাজসজ্জার কাজ শেষ হয়েছে। সার্বিক নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

সরেজমিন গিয়ে দেখা যায়, পায়ে চলার পথ থেকে বেদি, লেক, সৌধের মিনার সব জায়গা ধুয়েমুছে পরিষ্কার করা হয়েছে। রং-তুলির আঁচরে সৌধের সৌন্দর্য বেড়েছে কয়েকগুণ। এরইমধ্যে নষ্ট বাতিগুলো ঠিক করা হয়েছে। চারদিকে ব্যবস্থা করা হয়েছে লাল-সবুজের আলোকসজ্জার।

এরইমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছেন কুচকাওয়াজে অংশ নেওয়া তিন বাহিনীর সদস্যরা। আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বিউগলের সুরে জাতির বীর সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করবে পুরো জাতি।

পুরো বিষয়টি তদারকি করছে গণপূর্ত বিভাগ।গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, দীর্ঘ এক মাস ধরে পুরো সৌধটিকে পরিষ্কার পরিছন্ন করা হয়েছে। সবার প্রচেষ্টায় সব বিভাগের কাজ প্রায় শতভাগ শেষ হয়েছে। ভোরের আলো ফুটতেই রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ দেশের ভিভিআইপিরা শ্রদ্ধা নিবেদন করবেন। এরপরই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ।

শুধু সাজসজ্জা নয়, সৌধ ও তার চারপাশে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তাব্যবস্থা। নজরদারিতে রাখতে বিভিন্ন স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা। তৈরি করা হয়েছে ওয়াচ টাওয়ার। এছাড়া ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে বাড়ানো হয়েছে নিরাপত্তা চৌকি। চারপাশের উঁচু ভবনগুলোতেও রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তীক্ষ্ণ নজরদারি।

ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) মো. মারুফ হোসেন সরদার বলেন, নিরাপত্তার জন্য সবধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। পোশাকের পাশাপাশি সাদা পোশাকেও কাজ করছেন পুলিশ সদস্যরা। তবে শ্রদ্ধা জানাতে আসা জনসাধারণকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলা ও যেকোনো ধরনের ব্যাগ বহন থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি।

আরবিসি/১৫ ডিসেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category