আরবিসি ডেস্ক : বগুড়ার আদমদিঘীতে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে উপজেলার সান্তাহারের হবির মোড়ে বিআইআরএস প্লাস্টিক কারখানায় এ আগুন লাগে।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. আবদুল মালেক। তিনি বলেন, ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিটের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। নিহতরা সবাই কারখানার শ্রমিক বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
ঘটনাস্থল পরির্দশন করেছেন আদমদিঘী উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্রাবণী রায় এবং আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন।
আরবিসি/১৪ ডিসেম্বর/ রোজি