• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

দীপিকার বিরুদ্ধে মামলা

Reporter Name / ১২৬ Time View
Update : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : মুক্তির আগে আইনি জটিলতার মুখে পড়েছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের ছবি ‘এইট্টি থ্রি’। মুম্বাইয়ের মেট্রোপলিটন কোর্টে এ ছবির নির্মাতাদের বিরুদ্ধে মামলা করেছে দুবাইয়ের একটি কোম্পানি। তাদের বিরুদ্ধে ষড়ষন্ত্র ও প্রতারণার অভিযোগ করেছে কোম্পানিটি। এ ছবির অন্যতম প্রযোজক দীপিকা পাড়ুকোণ, তাই তার নামেও হয়েছে মামলা। ভারতীয় দণ্ডবিধি ৪০৫, ৪০৬, ৪১৫, ৪১৮, ৪২০ এবং ১২০বি ধারায় দায়ের হয়েছে মামলাটি।

দীপিকার পাশাপাশি প্রতারণার মামলা হয়েছে সাজিদ নাদিয়াদওয়ালা, কবীর খান ও ফ্যান্টম ফিল্মসের বিরুদ্ধেও। এফজেডই নামের কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এইট্টি থ্রি’ ছবিতে টাকা বিনিয়োগ করার কথা ছিল তাদের। কথাবার্তা চলাকালে ওই কোম্পানিকে কথা দেন নির্মাতারা যে ছবিতে বিনিয়োগ করলে তার পরিবর্তে লাভবান হবে তারা। নির্মাতাদের কথাতেই ১৬ কোটি টাকা বিনিয়োগ করেছিল কোম্পানিটি। কিন্তু নির্মাতারা ওই কোম্পানিকে ছবির প্রযোজকের তালিকা থেকে বাদ দিয়েছেন। এমনকি তাদের না জানিয়েই ‘এইট্টি থ্রি’য়ের প্রমোশনে ব্যবহার করা হয়েছে সেই টাকা।

আগামী ২৪ ডিসেম্বরে মুক্তি পাবে ‘এইট্টি থ্রি’। ১৯৮৩ সালে ভারতের ক্রিকেট বিশ্বকাপ জেতার গল্প উঠে আসবে এ ছবিতে। ইতোমধ্যে মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং ও তার স্ত্রীয়ের চরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোণ।

আরবিসি/১১ ডিসেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category