• শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১০:১২ অপরাহ্ন

মিয়ানমারে সু চির ৪ বছরের কারাদণ্ড

Reporter Name / ৯১ Time View
Update : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : মিয়ানমারের ক্ষমতাচ্যুত বেসামরিক সরকারের নেত্রী অং সান সু চিকে চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ায় সোমবার এ রায় দিয়েছেন দেশটির একটি আদালত। সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাকে ভিন্নমত উস্কে দেওয়ার এবং প্রাকৃতিক দুর্যোগ আইনের অধীনে কোভিড নিয়ম ভঙ্গ করার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ১১টি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তার মধ্যে প্রথম মামলার রায় ঘোষণা হলো। সবগুলো মামলায় দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন জেলে থাকতে হতে পারে তাকে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন এই নেত্রী।

গত ফেব্রুয়ারিতে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে ক্ষমতাচ্যুত হন অং সান সু চি। এরপরই তাকে আটক করে জান্তা। তখন থেকেই সেনাদের অধীনে গৃহবন্দী তিনি।

তাকে ক্ষমতা থেকে সরানোর কারণ হিসেবে জান্তা সরকারের দাবি, ২০২০ সালে অনুষ্ঠিত মিয়ানমারের সাধারণ নির্বাচনে ভোট কারচুপি করে অবৈধভাবে ক্ষমতায় এসেছে সু চির নেতৃত্বাধীন এনএলডি।

আরবিসি/০৬ ডিসেম্বর/ রোজি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category