আরবিসি ডেস্ক : হবিগঞ্জের মাধবপুরে চলতে থাকা আন্তনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন থেকে হঠাৎ দু’টি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে যাত্রীরা দুর্ভোগে থাকেন।
সোমবার (৬ ডিসেম্বর) ঢাকা-সিলেট রেলপথের মাধবপুর উপজেলার মনতলা স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হারুনুর রশিদ বাংলানিউজকে জানান, সোমবার সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করা জয়ন্তিকা এক্সপ্রেস ৩টা ৪৩ মিনিটে মনতলা স্টেশনে পৌঁছে। দুই মিনিট পর স্টেশন ছেড়ে যাওয়ার সময় চলতি ট্রেনটি থেকে পেছনের দু’টি বগি হঠাৎ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে এতে হাতাহতের কোনো ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে বিচ্ছিন্ন হওয়া বগিগুলো যুক্ত করে ট্রেনটি পুনরায় ছেড়ে যায়। প্রায় পৌনে তিন ঘণ্টা ধরে যাত্রীরা যাত্রা বিরতিতে ছিলেন। এ ঘটনায় পরবর্তী কোনো ট্রেনের সিডিউল বিপর্যয় হয়নি।
আরবিসি/০৬ ডিসেম্বর/ রোজি