• বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ পূর্বাহ্ন

সড়কের দুর্নীতির বিরুদ্ধে ‘লাল কার্ড’ দেখাল শিক্ষার্থীরা

Reporter Name / ৮৯ Time View
Update : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

আরবিসি ডেস্ক : রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আজ শনিবার দুপুর ১২টার দিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, সড়কের দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে লাল কার্ড ‘লাল কার্ড’ দেখিয়েছে শিক্ষার্থীরা।

কয়েকজন শিক্ষার্থী ওই এলাকায় জড়ো হয়ে সড়কে অনিয়মের প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখায়। এসময় তারা ‘উই ওয়ান্ট জাস্টিস’সহ নানা ধরনের স্লোগান দেয়।

এর আগে, শুক্রবার গাড়ির কাগজ পরীক্ষায় নামে তারা। তখন এক পুলিশ সদস্য আন্দোলনকারী ছাত্রের গায়ে হাত তুলে বলে অভিযোগ বিক্ষোভরত শিক্ষার্থীরদের। যদিও পুলিশ তাদের অভিযোগ অস্বীকার করে। পরে দুপুর ১২টার দিকে আগামী কাল সড়কের দুর্নীতি ও অন্যায়ে বিপক্ষে লাল কার্ড প্রদর্শনীসহ ব্যাংগাত্তক কার্টুন প্রদর্শনী কর্মসূচি ঘোষণার মধ্য দিয়ে সড়ক ছাড়ে শিক্ষার্থীরা।

বিক্ষোভকারীদের পক্ষে খিলগাঁও মডেল ইউনিভার্সিটির উচ্চ মাধ্যমিকের একজন ছাত্রী বলেন, নিরাপদ সড়কের দাবীতে আমারা আন্দোলন ও বিক্ষোভ চালিয়ে যাচ্ছি।

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে গত ৭ নবেম্বর থেকে ঢাকাসহ সারা দেশে বাসের ভাড়া গড়ে ২৭ শতাংশ বাড়ানো হয়। শিক্ষার্থীদের জন্য গণপরিবহনে অর্ধেক ভাড়া নিশ্চিত করতে ১১ নবেম্বর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) একটি স্মারকলিপি দেয় নিরাপদ সড়ক আন্দোলনের (নিসআ) সঙ্গে যুক্ত শিক্ষার্থীরা।

সেদিন থেকেই অর্ধেক ভাড়ার দাবিতে সড়কে শিক্ষার্থীদের আন্দোলন শুরু হয়। আন্দোলনের মধ্যে ২৪ নবেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির চাপায় নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসান নিহত হলে অর্ধেক ভাড়ার সঙ্গে আন্দোলনে নিরাপদ সড়কের দাবি যুক্ত হয়।

আন্দোলনের মুখে গত মঙ্গলবার রাজধানীতে বাসে অর্ধেক ভাড়া নেওয়ার ঘোষণা দিয়েছে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি।

আরবিসি/০৪ ডিসেম্বর/ রোজি

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category